জাতীয়
তিন দফা দাবিতে ধর্মঘট ডেকেছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড। তবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তারা ধর্মঘট প্রত্যাহার করেছে।
তিন দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করল এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তিন দফা দাবিতে ধর্মঘট ডেকেছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড। তবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তারা ধর্মঘট প্রত্যাহার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
তিনি জানান, সমিতির কমিশন বৃদ্ধির দাবি কমিশন মেনে নিয়েছে। বাকি দাবিগুলো নিয়ে সরকার সঙ্গে আলোচনা চলবে।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাতে সারাদেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেয় সমিতি। এতে বৃহস্পতিবার দিনভর দেশে এলপি গ্যাসের চরম সংকট দেখা দেয়।
সমিতির মূল দাবি ছিল- সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
২৪২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন