শিবগঞ্জে বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে ভাঙচুর
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাট এলাকায় অবস্থিত বিএনপির ৯ নং ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেছে এবং দলীয় প্রতীক ধানের শীষের পাঁচটি খাঁচি পাশের খালের পানিতে ফেলে দিয়েছে।
শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দায়পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল বলেন, 'ঘটনাটি আমার ব্যক্তিগত অফিসে ঘটেছে, যা দলীয় কার্যালয় হিসেবেও ব্যবহার করা হতো। রাতের অন্ধকারে কারা এটি করেছে, তা এখনও জানা যায়নি। গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করা হয়েছে এবং কিছু কাগজপত্র নিয়ে গেছে। আমরা দোষীদের শাস্তি এবং সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।'
শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতারা এই হামলাকে পরিকল্পিত রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, 'মুঠোফোনে বিষয়টি আমাদের জানা গেছে। ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
১৫১ বার পড়া হয়েছে