গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে ৫০ নেতার পদত্যাগ
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ থেকে একযোগে গণপদত্যাগ করেছেন দলটির ৫০ জন নেতা-কর্মী।
মুকসুদপুর উপজেলার তিনটি ইউনিয়নের এসব নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৃথকভাবে সংবাদ সম্মেলন করে এই গণপদত্যাগের ঘোষণা দেন।
মহারাজপুর ও ভাবড়াশুর ইউনিয়ন থেকে মোট ১৭ জন নেতা পদত্যাগ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল ফকির, ভাবড়াশুর ইউনিয়নের জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাসসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা।
অন্যদিকে বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মোট ৩২ জন নেতা দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করেন। তাদের মধ্যে রয়েছেন-ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, কৃষক লীগের নেতা নির্মল মন্ডলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি ও সদস্যরা।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা লিখিত বক্তব্যে বলেন, 'আমরা আজ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।'
এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেনের বক্তব্য জানতে একাধিকবার হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দেশের বাইরে অবস্থান করায় সাড়া পাওয়া যায়নি।
এই গণপদত্যাগের ঘটনায় মুকসুদপুরসহ গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
১৬৯ বার পড়া হয়েছে