ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাঁপছে সিরাজগঞ্জ
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার প্রভাবে উত্তরাঞ্চলের জেলা সিরাজগঞ্জে প্রচণ্ড শীতের দুর্ভোগ অব্যাহত রয়েছে।
টানা কয়েকদিন পর আকাশে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা তেমন কমেনি। ফলে স্বাভাবিক জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।
বাঘাবাড়ি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আসাদুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় সিরাজগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
জেলার ৯টি উপজেলার মধ্যে যমুনা নদী তীরবর্তী কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও তীরবর্তী এলাকাগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
এসব এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় আয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
হাড় কাঁপানো শীতে অসহায় মানুষজন গরম পোশাকের তীব্র সংকটে দিন কাটাচ্ছেন। দ্রুত শীতবস্ত্র সহায়তার দাবি জানিয়েছেন চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার ভুক্তভোগীরা।
১৬০ বার পড়া হয়েছে