সর্বশেষ

জাতীয়জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএসে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে
নির্বাচন নিয়ে সংশয় ছড়ানোরা নজরদারিতে আছে: প্রেস সচিব
বাজার বাস্তবতায় আবাসন ঋণের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
ঢাকায় সকালে কুয়াশা, দুপুরে বাড়তে পারে উষ্ণতা : আবহাওয়া অফিস
সারাদেশফেলানী হত্যার ১৫ বছর: বিচার অধরাই, অপেক্ষায় পরিবার
নওগাঁয় দেশের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
আন্তর্জাতিকফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি
মাদুরো ইস্যুতে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের
তীব্র তুষারপাতে ইউরোপে বিপর্যয়, প্রাণ গেল ছয়জনের
খেলামুস্তাফিজের আইপিএল চুক্তি বাতিল, ক্ষতিপূরণ পাচ্ছেন না বাংলাদেশি পেসার
সারাদেশ

জয়পুরহাট চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

আলমগীর চৌধুরী, জয়পুরহাট
আলমগীর চৌধুরী, জয়পুরহাট

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে সদ্য নির্বাচিত পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

সোমবার দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল। শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তাঁদের পরিবারের প্রয়াত সদস্যবৃন্দ এবং জেলা বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান ও গোলাম রব্বানীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

পরে বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনুর কাছে লিখিতভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে সভাপতি আনোয়ারুল হক আনু বলেন, অতীতে ব্যবসায়ীদের মত প্রকাশের সুযোগ সীমিত ছিল। ঢাকায় বিভিন্ন সভায় কথা বলার সুযোগ না পাওয়ার কথাও তিনি উল্লেখ করেন। বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা স্বাধীনভাবে তাদের মতামত তুলে ধরতে পারছেন বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে সকলকে সঙ্গে নিয়ে সততা ও স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকারি ও বেসরকারি সব মহলের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় তিনি সরকারের সহযোগিতার পাশাপাশি সমাজের সকল পেশাজীবী মানুষের সহায়তা কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ ও রাশেদুজ্জামান সবুজ, চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারী ও বেলায়েত হোসেন লেবু এবং নবনির্বাচিত সহসভাপতি সামস্ মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন