কলকাতার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রভাবশালী রাজনৈতিক নেতা ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে ভেন্টিলেশনসহ লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ওবায়দুল কাদেরের অবস্থা এখনো সংকটাপন্ন এবং তাঁর শারীরিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তাঁকে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৫ সালের এপ্রিল মাসে কলকাতার অ্যাপোলো হাসপাতালের আশপাশে ওবায়দুল কাদেরকে দেখা গেছে-এমন দাবি উঠে আসে। সে সময় একটি ফেসবুক পোস্টে বলা হয়েছিল, তাঁকে সুস্থ অবস্থায় দেখা গেছে।
তবে সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সিদ্ধান্তে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসক দল তাঁর সুস্থতার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৬৭ বার পড়া হয়েছে