সিরাজগঞ্জে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তিনটি আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর হোসাইন ও সিপিবির মো. আব্দুল হাকিম। সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা খান এবং সিপিবির মো. মতিয়ার রহমান। এছাড়া সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম, মো. হুমায়ুন কবির ও স্বতন্ত্র প্রার্থী মো. ওয়াসেক ইকবাল খান মজলিসের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে দ্বিতীয় দিনের যাচাই-বাছাইয়ে সিরাজগঞ্জ-৪ আসনে ২ জন, সিরাজগঞ্জ-৫ আসনে ২ জন এবং সিরাজগঞ্জ-৬ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি ও অসঙ্গতি পাওয়ায় তা বাতিল করা হয়।
তিনি আরও জানান, এর আগের দিন শনিবার প্রথম ধাপে সিরাজগঞ্জ-১, সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ওই তিন আসনে প্রতি আসনে দুইজন করে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
১২৭ বার পড়া হয়েছে