সিরাজগঞ্জে তীব্র শীতের দাপট, বিপাকে যমুনা তীরবর্তী জনপদ
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তরের জেলা সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। দিনের পর দিন তাপমাত্রা কমতে থাকায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন যমুনা নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দারা।
বাঘাবাড়ি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আসাদুর রহমান জানান, রবিবার (সকাল ৬টা) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে।
জেলার ৯টি উপজেলার মধ্যে কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ও চরাঞ্চলে শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি। এসব এলাকার মানুষ প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড়ের বাজারেও বেড়েছে ক্রেতার ভিড়। সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও হকার্স মার্কেটে বিদেশি পুরনো পোশাকের দোকানগুলোতে সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তুলনামূলক কম দামে টেকসই জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার, মোজা, মাফলার ও টুপি পাওয়া যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ এসব দোকানে ভিড় করছেন।
বিক্রি বাড়ায় খুশি দোকানিরাও। তারা জানান, শীতের প্রকোপ বাড়লে আগামী দিনে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন।
১২৮ বার পড়া হয়েছে