মাদকসেবনে বাধা দেওয়ায় মাগুরায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শালিখা উপজেলায় মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটো মন্ডল (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত টিটো মন্ডল ওই গ্রামের টোকন মন্ডলের ছেলে এবং শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বলাই নাঘোষা গ্রামের ফাহিম ও তার সহযোগীরা গজদূর্বা গ্রামের নদীর পাড়ে একটি কুঁড়েঘরে বসে মাদক সেবন করছিল। বিষয়টি জানতে পেরে টিটো মন্ডল স্থানীয়দের অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে মাদকসেবনে বাধা দেন। এ সময় মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় টিটো মন্ডলসহ মোট পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে টিটোর মৃত্যু হয়। আহতদের মধ্যে লাবিব, ডলার ও মাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শাকিল মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত সিফাত বিন ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১০৯ বার পড়া হয়েছে