চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে ৫৩ বিজিবি।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি ভারতীয় গরু জব্দ করা হয়।
এর মধ্যে ফতেপুর বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অপরদিকে রঘুনাথপুর বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে আরও ২৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এছাড়া মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি, একই ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি এবং বাখেরআলী বিওপির টহল দল সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি ভারতীয় গরু জব্দ করে।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মদ ও গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা। উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।
১০৫ বার পড়া হয়েছে