আইসিএল স্কুলে বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আইসিএল স্কুল-এর বাৎসরিক পরীক্ষার ফলাফল বছরের প্রথম দিন প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্কুলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শাহিদুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, সোনালী ব্যাংকের ম্যানেজার সবুজ রানা, অগ্রণী ব্যাংকের ম্যানেজার আল মামুন, ইউসিবি ব্যাংকের ম্যানেজার উজ্জল হোসেন এবং দৌলতপুর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলন।
অতিথিরা শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক আদর্শে শিক্ষিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, আইসিএল স্কুল এখন এই অঞ্চলের অন্যতম শীর্ষ বিদ্যালয়। শিক্ষকদের পরিশ্রম এবং নিষ্ঠার কারণে স্কুলটির মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকেরা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফলাফলে দেখা গেছে, মেয়েরা ছেলেদের তুলনায় শীর্ষ স্থান দখল করেছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা আগামী বছরের জন্য নতুন উদ্যমে প্রস্তুতি নেবার শপথ নেয়।
১৩২ বার পড়া হয়েছে