চাঁপাইনবাবগঞ্জে শতভাগ বই নিয়ে প্রাথমিক শিক্ষাবর্ষের সূচনা
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে বছরের প্রথম দিনেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার বিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, চলতি শিক্ষাবর্ষে চাহিদার প্রায় সব বই আগেই সংগ্রহ করা সম্ভব হয়েছে। ফলে বছরের শুরুতেই শতভাগ বই বিতরণ নিশ্চিত করা গেছে।
তিনি আরও জানান, জেলায় প্রাক-প্রাথমিক স্তরের জন্য ৫২ হাজার ৮৭৬টি বইয়ের চাহিদা ছিল। প্রথম থেকে তৃতীয় শ্রেণির জন্য প্রয়োজন ছিল ৪ লাখ ৬৩ হাজার ৩৬৩টি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য ৪ লাখ ২৮ হাজার ১২১টি বই। ইতোমধ্যে এসব বই সংশ্লিষ্ট বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইংলিশ ভার্সন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বইও সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
১২০ বার পড়া হয়েছে