খালেদা জিয়ার মৃত্যুতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের শোক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
আজ এক শোকবার্তায় পরিষদের সভাপতি মুহাম্মদ মাহে আলম ও মহাসচিব মোহা: সালাহউদ্দীন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন ও দূরদর্শী নেতা। বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মচারীবান্ধব নীতি এবং বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁর নেতৃত্ব বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তাঁরা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংহতকরণে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
শোকবার্তায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করা হয়।
১২২ বার পড়া হয়েছে