সর্বশেষ

জাতীয়বিদায় খালেদা জিয়া: সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল বুধবার সাধারণ ছুটি
জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছাল, নতুন তারিখ ৫ জানুয়ারি
ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
সারাদেশদৌলতপুর উপজেলা বিএনপির শোক, জানাজায় অংশ নিতে ঢাকার পথে নেতাকর্মীরা
বেগম জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বিএনপির নানা কর্মসূচি পালন
চেয়ারপারসনের মৃত্যুতে সিরাজগঞ্জে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা
দেশজুড়ে তীব্র শীতে দুর্ভোগ চরমে, সূর্যের দেখা নেই বেশিরভাগ জায়গায়
সাতক্ষীরায় স্বতন্ত্র প্রার্থীর নামে মনোনয়ন জমা: আওয়ামী লীগ কর্মী আটক
আন্তর্জাতিকসেনাসমর্থিত ইউএসডিপির একতরফা জয়ের আভাস, ভোটে বাধ্য করার অভিযোগ
খেলাঅনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ
সারাদেশ

দৌলতপুর উপজেলা বিএনপির শোক, ঢাকার পথে নেতাকর্মীরা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি। প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শরিক হতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা এক শোকবার্তায় বলেন, 'বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকারের প্রতীক। তার মৃত্যু দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।'

তিনি জানান, প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখা ও জানাজার নামাজে অংশ নিতে তিনি নিজেও ঢাকার পথে রয়েছেন। পাশাপাশি উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দলে দলে রাজধানীর উদ্দেশে যাত্রা করেছেন।

দলীয় সূত্র জানায়, জানাজায় অংশগ্রহণের জন্য দৌলতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ৫টি হাইস মাইক্রোবাস, উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আরও ৫টি হাইস মাইক্রোবাস এবং যুবদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে আলাদা যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। এসব গাড়িতে করে শতাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।

দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল বলেন, 'আমাদের প্রিয় নেত্রীকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। জানাজার সময়সূচি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।'

এছাড়া, উপজেলার অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগেও রাজধানীতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের জটিলতা, নিউমোনিয়া, কিডনি ও লিভারের সমস্যা, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হবে।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন