সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ ব্যক্তি আটক
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ডাংমড়কা এলাকায় অবস্থিত বিজিবির একটি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম হাসিম আলী (৪০)।
বিজিবি সূত্র জানায়, তল্লাশিকালে হাসিম আলীর কাছে অবৈধভাবে বহন করা ১৩ বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
আটক হাসিম আলী রাজশাহী জেলার দামপুরা থানার শীতলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে মহিষকুন্ডি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজান বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
১২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন