খুন, জমি দখল ও জঙ্গি সংযোগের মামলা নিয়ে যশোরের প্রাক্তন এমপি এখন কলকাতায়
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বহু আওয়ামী লীগ নেতা ভারতে পালিয়ে এসেছে বলে অভিযোগ। এই তালিকায় রয়েছে যশোরের প্রাক্তন এমপি শাহিন চাকলাদারের নাম।
বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে কলকাতার নিউটাউনে বসবাস করছেন।
স্থানীয় এবং বাংলাদেশি সাংবাদিকদের তথ্য অনুযায়ী, শাহিন কলকাতায় নতুন কালো জিপে চলাচল করছেন। নিউটাউনে ভাড়া করা ফ্ল্যাটে যশোর, নড়াইল ও ঢাকা থেকে কিছু মহিলাকে নিয়ে মধুচক্র ও মিনি বার পরিচালনার অভিযোগও উঠেছে।
বাংলাদেশে তাঁর বিরুদ্ধে খুন, জমি দখল এবং জঙ্গি কার্যক্রমে সহায়তার মতো মামলাও রয়েছে। সূত্রের খবর, শাহিনের সঙ্গে খুড়তুতো ভাই যুবলীগ নেতা সোহাগ হত্যা মামলার অভিযুক্ত তৌহিদ চাকলাদারও কলকাতায় অবস্থান করছেন।
২০০৮ সালের একটি মামলায় চার বছরের সাজা ভোগ করেছেন শাহিন। ২০২১ সালে কেশবপুর থানার ওসিকে মিথ্যা মামলায় জড়ানোর অডিও ফাঁস হয়েছিল। এই ধরনের অভিযোগের পরও যদি তিনি কলকাতায় অবাধে থাকেন, তাহলে তাঁর আগমন ও অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশের নাগরিক ও সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, যেহেতু এই ধরনের “দাগি নেতা” দেশের সীমা পার করে নিরাপদে অন্য দেশে অবস্থান করতে পারছেন।
১২৪ বার পড়া হয়েছে