সারাদেশ
পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
ঘন কুয়াশার কারণে কাজিরহাট-আরিচা ফেরি রুটে ১০ ঘণ্টা বন্ধ
কলিট তালুকদার, পাবনা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
প্রায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি আবার স্বাভাবিকভাবে চলাচল শুরু করে।
ঘটনার আগে শনিবার রাত সাড়ে ৯টায় চিত্রা নামের একটি ফেরি যানবাহন নিয়ে কাজিরহাট ঘাট থেকে রওনা হলে ঘন কুয়াশার কারণে রাত ১০টার দিকে ফেরিটি আরিচা ঘাটের কাছে আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে রবিবার সকাল সাড়ে ৮টায় ফেরিটি আরিচা ঘাটে পৌঁছায়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কাজিরহাট ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল হোসেন।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন