অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়াল এনবিআর
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রোববার এনবিআরের সচিব মো. একরামুল হক সই করা এক আদেশ থেকে এ তথ্য জানা যায়। এর ফলে ব্যক্তি করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) কোনো জরিমানা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারবেন। এর আগেও এক দফা সময় বাড়ানো হয়েছিল।
সাধারণ নিয়ম অনুযায়ী আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর হলেও প্রতিবছরই এনবিআর বিভিন্ন কারণে একাধিকবার সময়সীমা বাড়িয়ে থাকে।
এবার কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া সকল করদাতাকে অনলাইনের মাধ্যমে রিটার্ন দাখিল করতে হবে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে। যাদের করযোগ্য আয় রয়েছে, তাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
রিটার্ন দাখিল করতে করদাতাদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধন নিতে হবে। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে।
ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কাগজপত্র আপলোড করার প্রয়োজন নেই। প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদান করলেই চলবে। তবে ভবিষ্যতের প্রয়োজনে সংশ্লিষ্ট কাগজপত্র সংরক্ষণ করে রাখতে হবে।
এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলের সময় ঘরে বসেই কর পরিশোধের সুবিধা থাকছে। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করা যাবে।
১২৫ বার পড়া হয়েছে