সর্বশেষ

জাতীয়দেশজুড়ে বাড়ছে শীত, যশোরে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে
লুথার কিং-এর স্বপ্ন থেকে তারেকের পরিকল্পনা: নতুন স্লোগানের গল্প
১৭ বছর পর দেশে তারেক রহমান: রাজনীতির মোড় ঘোরানোর ইঙ্গিত
স্বদেশে ১৭ বছর পর বাবার কবর জিয়ারত তারেক রহমানের
সারাদেশফরিদপুরে জেমসের কনসার্টে হামলা, ভাঙচুরের পর অনুষ্ঠান স্থগিত
মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: অ্যাডভেঞ্চার-৯ আটক, চার কর্মী হেফাজতে
চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪
কুয়াশা কেটে যেতেই পদ্মা-যমুনায় ফেরি চলাচল স্বাভাবিক
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: বেইজিং
খেলাআজ থেকে শুরু বিপিএলের দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে
সারাদেশ

বগুড়ার সোনাতলায় যুবলীগ নেতার স্ত্রী ও কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরিফ রেহমান, বগুড়া
আরিফ রেহমান, বগুড়া

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার সোনাতলা উপজেলায় এক যুবলীগ নেতার বাড়ি থেকে তার স্ত্রী ও কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে।

নিহতরা হলেন- যুবলীগ নেতা কামরুজ্জামানের স্ত্রী চায়না বেগম (৩৬) এবং তাদের মেয়ে খাদিজা খাতুন। ঘটনার পর থেকে কামরুজ্জামান পলাতক রয়েছেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘরের শয়নকক্ষে ঘরের বাঁশের তীরের সঙ্গে একই নাইলনের দড়িতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, দীর্ঘদিন ধরে সংসারে অভাব-অনটন ও ঋণসংক্রান্ত চাপ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এসব কারণে স্বামীর সঙ্গে অভিমান করে বাড়িতে কেউ না থাকার সুযোগে মা ও মেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে নিহত চায়না বেগমের বাবা তারাজুল ইসলাম এ ঘটনাকে আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তার অভিযোগ, জামাই কামরুজ্জামান স্ত্রী ও মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন।

ওসি কবির হোসেন আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কামরুজ্জামান জোড়গাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন