সর্বশেষ

জাতীয়দেশজুড়ে বাড়ছে শীত, যশোরে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে
লুথার কিং-এর স্বপ্ন থেকে তারেকের পরিকল্পনা: নতুন স্লোগানের গল্প
১৭ বছর পর দেশে তারেক রহমান: রাজনীতির মোড় ঘোরানোর ইঙ্গিত
সারাদেশমেঘনায় লঞ্চ দুর্ঘটনা: অ্যাডভেঞ্চার-৯ আটক, চার কর্মী হেফাজতে
চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪
কুয়াশা কেটে যেতেই পদ্মা-যমুনায় ফেরি চলাচল স্বাভাবিক
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: বেইজিং
খেলাআজ থেকে শুরু বিপিএলের দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে
জাতীয়

দেশজুড়ে বাড়ছে শীত, যশোরে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, যা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি কুয়াশার প্রকোপও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিন দেশের আবহাওয়ায় শীতের প্রভাব আরও জোরালো হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করায় বাংলাদেশের ওপর শীতের প্রভাব বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশার কারণে অনেক এলাকায় শীতের অনুভূতিও বাড়তে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত নদী অববাহিকার কিছু এলাকায় ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্তও উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা বড় ধরনের পরিবর্তন ছাড়াই থাকতে পারে।

এদিকে, আগামী কয়েক দিন সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন