সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন মাঠে নেমে আইনশৃঙ্খলা নিশ্চিত করছে।
দৌলতপুরে ভোটের প্রস্তুতিতে মোবাইল কোর্ট অভিযান, অর্থ জরিমানা
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৪:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন মাঠে নেমে আইনশৃঙ্খলা নিশ্চিত করছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দৌলতপুর সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ নেতৃত্বে এই অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না থাকার কারণে ৪টি মামলা দায়ের করা হয়। মামলাগুলিতে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আইন মেনে জরিমানা না দিলে অভিযুক্তদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কেউ আচরণবিধি লঙ্ঘন করতে না পারে, সে জন্য অভিযান নিয়মিতভাবে চলবে। সাধারণ মানুষকেও আইন মেনে চলতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।”
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন