এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনের খবরের প্রেক্ষিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীদের নিরাপত্তার কারণে সরিয়ে ফেলা হয় এবং সড়ক ফাঁকা রাখা হয়।
এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ঊড্ডয়ন করে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১১টা ৪ মিনিটে ঢাকা যাত্রা শুরু করে।
বিমানবন্দর থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পর তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রওনা হন। দুপুর ১২টা ৪০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরগামী সড়কের দুই পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর সড়ক।
সংবর্ধনা অনুষ্ঠানের পর তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর তিনি বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২-এ নিজের বাসভবনে ফিরবেন। এদিন আর অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না তিনি।
১০৬ বার পড়া হয়েছে