রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ শীত
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ শীতের প্রবাহ অনুভূত হচ্ছে, তবে শৈত্যপ্রবাহ এখনও দেখা যায়নি।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার ১০ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, “রাজধানীসহ দেশের প্রান্তিক এলাকায় নদীর অববাহিকায় কুয়াশা বেশি রয়েছে। এ সময়ে সূর্য দেরিতে ওঠায় শীতের অনুভূতি আরও বাড়ছে। তবে দেশের কোথাও শৈত্যপ্রবাহ এখনও নেই।”
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শৈত্যপ্রবাহের মান অনুযায়ী, যদি কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে দুই দিনের বেশি থাকে, তবেই শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তা তীব্র, ৬ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি হলে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
১০৫ বার পড়া হয়েছে