সিরাজগঞ্জে তীব্র শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৩:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যমুনা নদীপাড়ের জেলা সিরাজগঞ্জে ঘন কুয়াশা ও তাপমাত্রা হ্রাসের কারণে শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। কনকনে ঠান্ডা, হিমেল হাওয়া ও মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।
বাঘাবাড়ী আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.০২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষক মাসুদ রানা জানান, পরিস্থিতি বিবেচনায় তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘন কুয়াশার কারণে দিনের বড় একটি সময় সূর্যের দেখা মিলছে না। ফলে মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে অনীহা প্রকাশ করছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নৌযান সংশ্লিষ্ট কর্মজীবীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
জেলার যমুনা তীরবর্তী এলাকা ও কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলে শীতের দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে। এসব এলাকার অনেক মানুষের মধ্যেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাব দেখা দিয়েছে। ফলে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
স্থানীয়দের মতে, দ্রুত শীতবস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় সহায়তা না পেলে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।
১০৮ বার পড়া হয়েছে