নওগাঁ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ টহল ও চেকপোস্ট
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৩:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পার্শ্ববর্তী দেশে অপরাধীদের পালিয়ে যাওয়া রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি এবং পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ জেলার সীমান্তবর্তী ধামইরহাট, পত্নীতলা, সাপাহার ও পোরশা উপজেলায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দুষ্কৃতিকারীদের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ পণ্য পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ ও ১৬ বিজিবির অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট ও চেকপয়েন্টগুলোতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। সীমান্তের যাতায়াত পথগুলোতে একাধিক চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে। এছাড়া ব্যাটালিয়ন সদর থেকে মোবাইল টহল দল পাঠিয়ে সীমান্ত এলাকায় প্রবেশপথগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এবং পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, বিশেষ চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত ও অতিরিক্ত টহলের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধরনের নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।
১০৫ বার পড়া হয়েছে