সিরাজগঞ্জে জামিয়াতুল হাসানাইন আল-ইসলামিয়ার দুই দিনের ইসলামী মহাসমাবেশ
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে জামিয়াতুল হাসানাইন আল-ইসলামিয়া আজগড়ার উদ্যোগে দুই দিনব্যাপী ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা থেকে শুরু হওয়া এই ধর্মীয় সমাবেশে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুলতাজিম গ্রুপের এমডি আলহাজ্ব আব্দুস সালাম ফকির সভাপতিত্ব করেন।
সমাবেশে অংশ নেন ছারছীনা দরবার শরীফের গদীনশীন পীর শাহ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও আল হাইয়াতুল উলামা লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দাঃ বাঃ, হাফিজুর রহমান কুয়াকাটা এবং মুফতী ওসমান গণী সালেহীসহ অন্যান্য বরেণ্য আলেমগণ।
বক্তারা ইসলামের আদর্শে পরিপূর্ণ জীবন গড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ বজায় রেখে মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সমাবেশে বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের মঙ্গল কামনা করা হয়। প্রতি বছরের মতো এ সমাবেশে বিভিন্ন জেলার বিপুলসংখ্যক মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।
২২৮ বার পড়া হয়েছে