ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ সুদানের আবেই সীমান্ত এলাকায় সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন।
আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় এসব শান্তিরক্ষী শাহাদাৎ বরণ করেন।
শহীদ শান্তিরক্ষীদের নামাজে জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় হেলিকপ্টারের মাধ্যমে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে পাঠানো হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
১২০ বার পড়া হয়েছে