শ্যামনগরে যাতায়াতের রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৯
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ নারীসহ মোট নয়জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার জাবাখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গোলাম হোসেন (৬০)। তিনি জাবাখালি গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়িতে যাতায়াতের একটি ছোট রাস্তা নিয়ে গোলাম হোসেনের সঙ্গে একই এলাকার সাইফুল, সেলিম, রেজাউল, ফারুকসহ কয়েকজনের বিরোধ চলছিল। এ নিয়ে গোলাম হোসেন সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার নোটিশ পাওয়ার পর প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
ঘটনার দিন সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা গোলাম হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তাকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী অভিযুক্তদের বাড়িঘর ঘিরে ফেলেন। পরে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইমান আলী মোড়লের ছেলে সেলিম মোড়ল (৫০), সাইফুল (৩৮), ফারুক (৩০), বদর গাজীর ছেলে রেজাউল (৫৫), তার স্ত্রী মাছুমা (৩৫), সাইফুলের স্ত্রী ও মা সফুরা বেগম, ফারুকের স্ত্রী জহুরাসহ মোট নয়জনকে আটক করা হয়।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ পিয়ারউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ছুরি ও একটি রড় উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১০৮ বার পড়া হয়েছে