ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ইন্তেকালে আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।
ভাষণের শুরুতে তিনি মরহুম ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে নিবেদিত এই অমর যোদ্ধাকে মহান আল্লাহ শহিদ হিসেবে কবুল করুন—এই প্রার্থনা জানাই। তার অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।’
রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রসঙ্গে ড. ইউনূস জানান, শহিদ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। ঘটনার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সময় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে সারাদেশে হত্যাকারীদের বিচারের দাবিতে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ দেখা দেয়।
সবশেষ শুক্রবার সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। বর্তমানে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে। শনিবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে জুলাই গণঅভ্যুত্থানের এই অগ্রসৈনিককে সমাহিত করা হবে।
১২৯ বার পড়া হয়েছে