বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ভারতে আটক ২৪ বাংলাদেশি
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফিরে এসেছেন ভারতের তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর স্পেশাল ক্যাম্প থেকে মুক্তিপ্রাপ্ত ২৪ জন বাংলাদেশি নারী, শিশু ও পুরুষ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ভারতের বনগাঁ থানার পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে তামিলনাড়ু রাজ্যের সালেম জেলার আত্তুর স্পেশাল ক্যাম্পে আটক ছিলেন।
এর আগে গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সালেম জেলা কালেক্টর ড. আর. বৃন্দা দেবী, আইএএস-এর কার্যালয় থেকে জারি করা আদেশে দ্রুত তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশে ফিরলেন ৭ জন নারী, ৫ জন শিশু ও ১২ জন পুরুষ।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ইয়াসিন তালুকদার, জোবেদা বেগম, সোনিয়া বেগম, পারভীন, লাবনী আক্তার সুমাইয়া, ফাহিমা, রিয়াজ তালুকদারসহ মোট ২৪ জন। তারা সবাই বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অবস্থান করার অভিযোগে আটক হয়েছিলেন।
যদিও প্রাথমিকভাবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ২৬ জন বাংলাদেশি নাগরিকের নাম ছিল, তবে পরিবারের সম্মতি না পাওয়ায় নূর মোহাম্মদ ও সুরমা বেগম আপাতত দেশে ফিরতে অনিচ্ছা প্রকাশ করায় তাদের বাদ দিয়ে বাকি ২৪ জনকে ফেরত আনা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ বলেন, থানার আইনগত কার্যক্রম শেষ করে প্রত্যাবাসিতদের পরিবারের কাছে পৌঁছে দিতে যশোরভিত্তিক মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. শফিকুল ইসলাম জানান, ফেরত আসা ব্যক্তিদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই পরিবারসহ রয়েছেন। একজনের বাড়ি কুমিল্লায়, একজন ঢাকায় এবং বাকিদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
১০৬ বার পড়া হয়েছে