হাদির জানাজা ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৪:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, গণমাধ্যমের খবরে জানা গেছে, তরুণ রাজনৈতিক নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার জানাজা নামাজ শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ এলাকায় অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে ওই এলাকা এবং ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।
মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বিক্ষোভ ও বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেছে, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে জনসমাগমপূর্ণ এলাকায় অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছাবে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তাকে গ্রহণ করতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের সুশৃঙ্খলভাবে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পোস্টে আরও বলা হয়, বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
১১৪ বার পড়া হয়েছে