ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভে উত্তাল রাজধানী
বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ৫:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীতে উত্তাল হয়ে ওঠে ছাত্র-জনতা। খবর ছড়িয়ে পড়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির।
বৃহস্পতিবার রাত থেকেই শাহবাগ এলাকায় হাজারো বিক্ষোভকারী জড়ো হয়ে নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। বিক্ষোভ চলাকালে ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’- এমন স্লোগান দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক হাজার মানুষ শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। এর ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
১৫৩ বার পড়া হয়েছে