নিরাপত্তা ইস্যুতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
আজ (বুধবার ১৭ ডিসেম্বর) দুপুরে তাকে সেখানে উপস্থিত হতে বলা হয় বলে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
তবে আনুষ্ঠানিকভাবে ঠিক কী কারণে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে, সে বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়। ঢাকায় ওই ঘটনার মাত্র দুই দিনের ব্যবধানে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনায় কূটনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের ‘সেভেন সিস্টারস’ অঞ্চল আলাদা করার বিষয়ে এক বাংলাদেশি নেতার হুমকির বক্তব্যের পরদিনই বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়।
অন্যদিকে এনআই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। যদিও কী ধরনের হুমকি পাওয়া গেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সব মিলিয়ে সাম্প্রতিক এসব ঘটনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে বাড়তি সতর্কতা ও সংলাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে