ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতা নিহত
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলায় পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা (৫০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের বাসিন্দা আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা পারিবারিক বিরোধপূর্ণ একটি জমি থেকে মাটি কাটেন। এ বিষয় নিয়ে কথা বলতে বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজনকে সঙ্গে নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে সবাইকে সরে যেতে বলেন।
তবে বীরু মোল্লা ও তার সঙ্গে থাকা লোকজন ঘটনাস্থল ত্যাগ না করলে অভিযুক্তরা তাদের লক্ষ্য করে আবার গুলি ছোড়ে। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
১১৫ বার পড়া হয়েছে