নেত্রকোনায় লরির ধাক্কায় শিশু নিহত
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৫:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার কলমাকান্দায় লরির ধাক্কায় সাব্বির হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে একটি লরি গ্রামের রাস্তা দিয়ে চলাচল করছিল। এ সময় কৌতূহলবশত সাব্বির লরিটির পেছনে দৌড়াতে শুরু করে। একপর্যায়ে লরির বডির পেছনে ধাক্কা লেগে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১১৩ বার পড়া হয়েছে