সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক : চিকিৎসক
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) উন্নত চিকিৎসাধীন অবস্থায় তিনি জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন এবং তার চিকিৎসা দলের সদস্য ডা. আব্দুল আহাদ।
ডা. আহাদ জানান, সর্বশেষ মেডিকেল মূল্যায়নে দেখা গেছে, হাদির মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন ও ব্রেন ইডেমা আগের মতোই রয়েছে। ব্রেন স্টেমে আঘাতের ফলে ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসায় বড় ধরনের জটিলতা সৃষ্টি করছে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় কার্যকর রাখা হয়েছে। গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) স্কোরে এখনো কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ তার স্নায়বিক অবস্থায় দৃশ্যমান অগ্রগতি বা অবনতি—কোনোটিই দেখা যায়নি।
চিকিৎসকদের মতে, ব্রেন ইনজুরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শারীরিক প্রতিক্রিয়া ভবিষ্যৎ অবস্থার ইঙ্গিত দেয়। বর্তমানে সেই সময়সীমার মধ্যেই হাদির শারীরিক সাড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ডা. আহাদ আরও জানান, হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। এ কারণেই বাংলাদেশে তার বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল এবং সিঙ্গাপুরেও সেই বিষয়টি মাথায় রেখে শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা। ডা. আহাদ বলেন, হাদি চোখ খুলেছেন বা তার অবস্থার উন্নতি হয়েছে—এমন কোনো তথ্য সঠিক নয়। তার অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।
তবে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করে জানান, চিকিৎসাবিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেও কখনো কখনো অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দিতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
এ সময় হাদির পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে গুজব ও অনুমাননির্ভর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন।
১৩৩ বার পড়া হয়েছে