মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরায় গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মাগুরা পৌরসভা, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মাগুরা প্রেসক্লাব এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর সকাল ৯টায় মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সকাল সাড়ে ১১টায় নোমানী ময়দানে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। দুপুর ১২টায় জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিকাল ৩টায় মাগুরা সরকারি শিশু পরিবারের মাঠে জেলা পর্যায়ে নারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় কালেক্টরেট মাঠে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ।
সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সন্ধ্যা ৭টায় জেলা অডিটোরিয়ামে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।
১১৪ বার পড়া হয়েছে