বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সেনাসদস্যদের পারস্পরিক সফর
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মহান মুক্তিযুদ্ধের স্মরণে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সেনাসদস্যদের মধ্যে পারস্পরিক সফর অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীর আটজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সেনাসদস্য ও দুইজন কর্মরত কর্মকর্তা বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে অংশ নিতে ঢাকায় এসেছেন।
অন্যদিকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আটজন বীর মুক্তিযোদ্ধা ও দুইজন কর্মরত কর্মকর্তার একটি প্রতিনিধিদল ১৪ ডিসেম্বর কলকাতায় পৌঁছেছেন। তারা সেখানে ভারতের বিজয় দিবস উদযাপনে অংশ নিচ্ছেন।
সফরকালে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ভারতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সেনাসদস্য এবং ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এসব কর্মকর্তা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদানসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একই সময়ে ভারতীয় প্রতিনিধিদলও বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এই পারস্পরিক সফরকে মুক্তিযুদ্ধভিত্তিক চেতনা, ঐতিহাসিক বন্ধুত্ব এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর যৌথ ত্যাগের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও প্রজন্মের কাছে তা তুলে ধরার ক্ষেত্রেও এ উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর যৌথ অবদান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে এক অনন্য অধ্যায়।
১২০ বার পড়া হয়েছে