জাতীয়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নেতারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ডাকসু নেতাদের
স্টাফ রিপোর্টার
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নেতারা।
এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি টিএসসি ও বাংলা একাডেমি এলাকা হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে এগিয়ে যায়। এতে ডাকসুর নেতাদের পাশাপাশি বিভিন্ন হল সংসদের সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
মিছিলটি দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে দুই দফা বাধা দেয়। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ঠেলে এগিয়ে যান।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ’, ‘তুমি কে আমি কে-হাদি হাদি’, ‘বাধা দিলে বাঁধবে লড়াই’, ‘লক্ষ হাদি রাজপথে, এক হাদি হাসপাতালে’সহ নানা স্লোগান দেন।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন