শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সংক্রান্ত মেডিকেল বোর্ডের বৈঠক আজ (রবিবার) অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ জানান, বৈঠকে হাদির চিকিৎসা সংক্রান্ত কেস সামারি প্রস্তুত করে ইতিমধ্যেই থাইল্যান্ডের ব্যাংকক ও সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, হাদিকে বিদেশে নেওয়া সম্পূর্ণভাবে নির্ভর করছে দুটি বিষয়ের ওপর: বিদেশি কোনো হাসপাতাল তার কেস গ্রহণ করে কি না এবং রোগীর শারীরিক অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা যায় কি না। বর্তমানে তার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ এবং পরিস্থিতি আগের মতোই আশঙ্কাজনক।
সর্বশেষ রিপিট সিটি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) রয়েছে এবং অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। এছাড়া মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার লক্ষণও আছে। ব্রেইন স্টেমের ইনজুরি এখনও গুরুতর পর্যায়ে এবং মস্তিষ্কে চাপ তৈরি করছে।
ফুসফুসের অবস্থা তেমন কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন। কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে এবং দৈনিক চার লিটার ইউরিন আউটপুট বজায় আছে। ডিআইসি-সহ অন্যান্য জটিলতাও আগের মতোই রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হত্যাচেষ্টার ২৪ ঘণ্টা পেরিয়েও এখনও কোনো মামলা দায়ের হয়নি।
১২০ বার পড়া হয়েছে