সাতক্ষীরার অ্যাডভোকেট আব্দুল লতিফ ও ছেলে রাসেল আটক
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সকালে খুলনা মহানগরীর বয়রা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আব্দুল লতিফ (৫৮) এবং তার ছেলে রাসেল (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় অবস্থিত অ্যাডভোকেট আব্দুল লতিফের পাঁচতলা ভবনটি ফ্ল্যাট আকারে বিক্রির কার্যক্রম চলছিল। অভিযোগ রয়েছে, কমিশনের বিনিময়ে সাতক্ষীরার এক সাব-রেজিস্ট্রারকে খুলনার বয়রা এলাকায় নিয়ে গিয়ে সেখানে ফ্ল্যাট রেজিস্ট্রির কাজ সম্পন্ন করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের একটি দল খুলনার বয়রা এলাকায় অভিযান চালিয়ে ওই বাসা থেকে আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে আটক করে। পরে তাদের সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট আব্দুল লতিফের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন জানান, বর্তমানে তারা ডিবি হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
১০৮ বার পড়া হয়েছে