কুড়িগ্রামে তীব্র শীতের দাপটে স্থবির জনজীবন, বিপাকে নিম্নআয়ের মানুষ
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে গত কয়েক দিনের তীব্র শীত ও ঠান্ডায় জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের প্রভাবে সবচেয়ে বেশি ভুগছেন নিম্নআয়ের মানুষ ও চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসের দাপটে বেড়েছে কাঁপুনি, আর দিনের বেলায় সূর্যের আলো থাকলেও মিলছে না স্বস্তি।
পৌর শহরের কলেজ পাড়া এলাকার আলামিন মিয়া, জসিম উদ্দিন ও আব্দুল জলিলসহ অনেকে জানান, শীতে কাজকর্ম ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। দিনমজুরেরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।
যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আকবর হোসেন বলেন, 'শীত এত বেশি যে সকালে কাজে যেতে দেরি হয়। হাত-পা ঠিকমতো চলে না, কিন্তু পেটের দায়ে কাজ বন্ধ করার উপায় নেই।'
নুনখাওয়া ইউনিয়নের জাহিদুল ইসলাম জানান, 'ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে আছি। এখনো কোথাও থেকে কম্বল পাইনি।' একই এলাকার হামিদুল ইসলাম বলেন, 'ঠান্ডায় কাজ করলে হাত-পা জ্বালা করে, ঠিকমতো কাজই করতে পারি না।'
কুড়িগ্রাম সদর হাসপাতালে সন্তানকে চিকিৎসা করাতে আসা রবিউল ইসলাম জানান, তার ছেলে কয়েক দিন ধরে জ্বর-সর্দিতে ভুগছে।
তবে জেলা সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, শীতজনিত রোগীর সংখ্যা এখনও উল্লেখযোগ্য হারে বাড়েনি। তারপরও প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে আসা রোগীরা আউটডোরে চিকিৎসা পাচ্ছেন।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, শীতবস্ত্র বিতরণের তালিকা প্রস্তুত করা হয়েছে, খুব শিগগিরই শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শুরু হবে।
রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে।
১২০ বার পড়া হয়েছে