খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দৌলতপুরে বিশেষ নামাজ ও দোয়া বৃহস্পতিবার
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুষ্টিয়ার দৌলতপুরে বিশেষ নফল নামাজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজ শেষে উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে এই বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আয়োজকেরা দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণকে বিকেল তিনটার মধ্যে তারাগুনিয়া ফুটবল মাঠে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা গণমাধ্যমকে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমরা নফল নামাজ ও দোয়ার আয়োজন করেছি। সকল ধর্মপ্রাণ মানুষকে এতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।”
উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে এবং সর্বশেষ তথ্যমতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
১৯৭ বার পড়া হয়েছে