সারাদেশ
নেত্রকোণা জেলার কলমাকান্দায় পানিভর্তি বালতিতে পড়ে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নেত্রকোনায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোণা জেলার কলমাকান্দায় পানিভর্তি বালতিতে পড়ে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিশুটির নাম নাদিয়া, তিনি স্থানীয় শ্রমিক নবাব মিয়ার একমাত্র কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে শিশুটির মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় খেলতে খেলতে নাদিয়া অজান্তেই ঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বালতির ভেতর শিশুটিকে দেখা গেলে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন।
স্থানীয়রা নাদিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন