মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: ঝালকাঠি থেকে গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলার প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
গত সোমবার দুপুরে মোহাম্মদপুরের একটি বাসা থেকে লায়লা আফরোজ (৪৮) ও তাঁর কিশোরী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)-এর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন রাতে লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে হত্যাকাণ্ডটি ঘটে।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার মাত্র চার দিন আগে গৃহকর্মী হিসেবে ওই বাসায় কাজ শুরু করেন আয়েশা। প্রতিদিনই তিনি বোরকা পরে বা মুখ ঢেকে আসা-যাওয়া করতেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন সকালে তিনি বোরকা পরে বাসায় প্রবেশ করেন এবং দেড় ঘণ্টার পর বাসা থেকে বের হন নিহত নাফিসার স্কুলড্রেস পরে।
১৩২ বার পড়া হয়েছে