জাতীয়
সমসাময়িক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের জন্য জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সমসাময়িক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের জন্য জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের একটি কর্মসূচিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচিতে সংবাদ সম্মেলনের নির্দিষ্ট বিষয় উল্লেখ না থাকলেও, উপদেষ্টা আসিফ মাহমুদ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।
সম্প্রতি তিনি কোন রাজনৈতিক দল থেকে আসন্ন নির্বাচনে অংশ নেবেন এবং প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদত্যাগ করবেন কি না-এসব বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। উপদেষ্টার দপ্তর সূত্র জানায়, এসব ইস্যুতেই তিনি বুধবারের সংবাদ সম্মেলনে ব্যাখ্যা বা অবস্থান তুলে ধরতে পারেন।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন