উত্তর আমেরিকা বিশ্বকাপকে ‘উষ্ণতম’ আসর মনে করেই বড় পরিবর্তন আনছে ফিফা
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে উষ্ণ টুর্নামেন্টগুলোর একটি হিসেবে বিবেচনা করছে ফিফা।
খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সংস্থাটি ম্যাচ পরিচালনার নিয়মে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে।
নতুন বিধান অনুযায়ী, ম্যাচের স্বাভাবিক বিরতির পাশাপাশি প্রতি অর্ধে বাধ্যতামূলকভাবে একটি করে পানি পানের বিরতি যুক্ত হবে। ফিফার বিবৃতি অনুযায়ী, প্রতিটি অর্ধের খেলা শুরুর ২২ মিনিট পর রেফারি তিন মিনিটের বিরতি ডাকবেন। ফলে একটি ৯০ মিনিটের ম্যাচে ফুটবলাররা মোট তিনবার বিশ্রামের সুযোগ পাবেন।
এতদিন ‘কুলিং ব্রেক’ ছিল তাপমাত্রা-নির্ভর একটি নিয়ম- মাঠের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে প্রতি অর্ধে ৩০ মিনিট পর বিরতি দেওয়া হতো। তবে এবারের নিয়মে তাপমাত্রার শর্ত বাদ দেওয়া হয়েছে; আবহাওয়া যেমনই হোক, ২২ মিনিট পর বিরতি বাধ্যতামূলক।
ফিফার প্রধান টুর্নামেন্ট অফিসার মানোলো জুবিরিয়া জানান, পরিস্থিতি বিবেচনায় রেফারিকে নমনীয়তা দেওয়া হয়েছে। যদি ২০–২১ মিনিটের দিকে কোনো ইনজুরি বা খেলা স্থগিত থাকার ঘটনা ঘটে, রেফারি চাইলে তখনই নির্ধারিত পানির বিরতি ঘোষণা করতে পারবেন।
১০৮ বার পড়া হয়েছে