কুষ্টিয়ায় অভিযান: বিপুল পরিমাণ নকল বিড়ি ও ভারতীয় মদ আটক
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় আলাদা দুই জায়গায় বিশেষ অভিযান চালিয়ে বিজিবি বিপুল পরিমাণ অবৈধ নকল সিগারেট ও ভারতীয় মদ আটক করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া বাইপাস লালন চত্বর এলাকায় ৪৭ বিজিবির ব্যাটালিয়ন সদরের একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এই সময় পাবনা থেকে পাথরঘাটা অভিমুখী একটি বিআরটিসি বাস তল্লাশি করা হলে ভেতর থেকে ৪ হাজার ২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।
এর আগে রোববার (৭ ডিসেম্বর) রাত ১১টা ১০ মিনিটে চিলমারী বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্তবর্তী মরারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে। এ মদের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, দুটি অভিযানে আটককৃত মালামালের মোট মূল্য ৩ লাখ ৩ হাজার টাকা। আটককৃত মদ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে রাখা হয়েছে, আর নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান।
১০৬ বার পড়া হয়েছে