পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড টেকনোলজি ট্রান্সফার সেল (RTTC) আয়োজনে ৫৮ জন গবেষণার জন্য মনোনীত শিক্ষকের অংশগ্রহণে ‘ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট রুলস (PPPR)-২০২৫’ শীর্ষক এক দিনব্যাপী ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের আসল শক্তি হলো গবেষণা। আমাদের লক্ষ্য শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার প্রতি উৎসাহিত করা। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে পাঁচটি গবেষণা সেল গঠন করা হয়েছে। রিসার্চ এন্ড টেকনোলজি ট্রান্সফার সেল এই উদ্যোগের মাধ্যমে কাজ করছে।'
তিনি আরও উল্লেখ করেন, 'বর্তমান সম্পদ সীমিত হলেও ভবিষ্যতে গবেষকের সংখ্যা এবং অর্থায়ন বৃদ্ধি পাবে। এর ফলে বিশ্ববিদ্যালয় গবেষণার আদর্শ পরিবেশ তৈরি করবে এবং গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবে। যোগ্য শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্বব্যাপী গবেষক হিসেবে দেশ ও জাতির সেবায় অবদান রাখবেন।'
কর্মশালার রিসোর্স পারসন ছিলেন নেসকো রাজশাহীর প্রকিউরমেন্ট শাখার নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক ড. মো. লোকমান আলী, এবং পরিচালনা করেন রিসার্চ এন্ড টেকনোলজি ট্রান্সফার সেলের অতিরিক্ত পরিচালক ড. মো. তৌকির আহমেদ।
১০৭ বার পড়া হয়েছে