বেগম জিয়া কখনো সরকারি দলে থাকার জন্য নেতৃত্ব দেন নাই: মুরাদ
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা জেলার ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ধামরাই পৌর শহরের ঈদগাঁ মাঠে পৌরসভার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া কখনো কোনো সরকারি দলের নেতৃত্ব দেননি। তিনি দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধী আন্দোলনের মাধ্যমে জনগণের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন।
অনুষ্ঠানে প্রায় ১০ হাজার নেতাকর্মী গণরোজা রেখে অংশ নেন। কোরআন খতম ও দোয়া প্রার্থনার পর মুরাদ ও অন্যান্য নেতৃবৃন্দ অসহায় ও এতিম শিশুদের সঙ্গে মিলিত হয়ে ইফতার করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি আসিফুর রহমান খান মিলন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুক, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি ইসমাইল হোসেন সুমন এবং যুবদল নেতা ইসরাফিল আহমেদ।
অনুষ্ঠানটি স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ঐক্য ও একতার প্রতীক হিসেবে ব্যাপক সাড়া ফেলে।
১৫৯ বার পড়া হয়েছে